আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি (রেজি নং ১১৩৮৭, কক্সবাজার) কক্সবাজার সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি (রেজি নং ১১৩৮৭, কক্সবাজার) কক্সবাজার সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবনির্বাচিত সভাপতি আহাম্মদ সিরাজ সিকদার বাবু, কার্যকরী সহ-সভাপতি : মোঃ জাহাঙ্গীর আলম ।সাধারণ সম্পাদক আমানুল হক আমান সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার জেলার অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মো: বাবুল ও সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলামের স্বাক্ষরিত নতি হস্তান্তরের মাধ্যমে এই কমিটি ঘোষণা হয়।তারা বলেন কক্সবাজার সদর উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি আজ থেকে কক্সবাজার সদরের ( আইকনিক রেলস্টেশন,লিংক রোড , বাস টার্মিনাল,বাংলাবাজার, পিএম খালী,খুরুকুল,ভারুয়াখালী)আওতাধীন সকল অটো বাইকের স্বার্থসংশ্লিষ্ট ও আইনগত দিক সম্পূর্ণ দেখভাল করার জন্য বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি কক্সবাজার জেলা শাখা এই সিদ্ধান্ত নিয়েছে।

উক্ত কমিটির সদস্যবৃন্দরা হল:সভাপতি :আহাম্মদ সিরাজ সিকদার বাবু।
কার্যকরী ,সহসভাপতি : মো: জাহাঙ্গীর আলম।
সহসভাপতি :আব্দুল খালেক
সহসভাপতি :আজিজুর রহমান
সহসভাপতি :আক্তার মিয়া
সহসভাপতি :ইশতিয়াক হোসেন
সহ-সভাপতি :নুরুল আলম
সহসভাপতি : মো:ইদ্রিস
সহসভাপতি : মো আব্দুল খালেক,৷ হাজীপাড়া
, সহসভাপতি :ইরফান উদ্দিন সিকদার
সহ-সভাপতি:মোঃ কামাল
সহ-সভাপতি :মো:রাসেল
সাধারণ সম্পাদক :আমান উল্লাহ
সহ সাধারণ সম্পাদক : শফিকুল ইসলাম মিয়াজী।
সহ সাধারণত সম্পাদক : খোরশেদ আলম।
সহ সাধারণ সম্পাদক :আবুল কালাম
যুগ্ম সাধারণ সম্পাদক :রাশেদুল করিম।
যুগ্ম সাধারণ সম্পাদক :মো কালাম।
যুগ্ম সাধারণ সম্পাদক : আয়াত উল্লাহ।
যুগ্ম সাধারণ সম্পাদক :মো আজিজ।
সাংগঠনিক সম্পাদক : মোরশেদ হাসান নয়ন।
সংগঠনিক সম্পাদক :মাহমুদুল হক.
সাংগঠনিক সম্পাদক :আব্দুল হালিম।
সাংগঠনিক সম্পাদক :নবী উল্লাহ
সাংগঠনিক সম্পাদক :মোহাম্মদ মিজানুর রহমান।
অর্থ সম্পাদক :আহাসান হাবিব
দপ্তর সম্পাদক :মোহাম্মদ জাকির হোসেন.
প্রচার সম্পাদক :মো:ফারুক
উপপ্রচার সম্পাদক :মনজুরুল আলম
ক্রীড়া সম্পাদক :ইন্তাজুল হক ছোট্ট
শ্রমিক কল্যাণ সম্পাদক :মোঃ হারুন
আইন বিষয়ক সম্পাদক :জুবাইর হোসেন সানু
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক :মনি আলম
ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক :মোহাম্মদ নয়ন
সাংস্কৃতি বিষয়ক সম্পাদক :মো :শাহজাহান
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক :দেলোয়ার হোসেন।
সড়ক বিষয়ক সম্পাদক :শাহ আলম
কার্যকরী সদস্য :শহীদুল্লাহ
কার্যকরী সদস্য :কলিমুল্লাহ
কার্যকরী সদস্য :শাহাবুদ্দিন মুন্না
সদস্য :মোহাম্মদ নুরুন্নবী
সদস্য :জাহাঙ্গীর আলম।
সদস্য :মোঃসোহেল মিয়া
সদস্য :মোহাম্মদ নয়ন
সদস্য :মো:নাসির উদ্দিন
সদস্য ছৈয়দুল হক,