আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



ঈদগাঁওতে নতুন বইয়ের সুঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা

 

 

 

 

 

 

 

ঈদগাঁওতে নতুন বইয়ের সুঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

ঈদগাঁওতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের নতুন বইয়ের সুঘ্রাণ পেয়ে শিক্ষার্থীরা মেতেছে আনন্দে। দেশের অন্যান্য স্থানের ন্যায় আজ স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে এ আয়োজন করা হয়।
নতুন পাঠ্যপুস্তক প্রদান উপলক্ষে সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের পদচারনা বাড়তে থাকে। বাদ যায়নি অভিভাবক মহলও। একই দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বর্ণাঢ্য পরিসরে কচিকাঁচা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই প্রদানের আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। এ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় বই উৎসবে অতিথিদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম, প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, সমাজসেবক শাহীন জাহান চৌধুরী, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য নুরুল আমিন।
ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জবরুত খাঁন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আজিম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, এস এম সি সভাপতি শাহীন জাহান চৌধুরী, প্রধান শিক্ষক মঞ্জুর আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা জসীম উদ্দীন, পরিচালনা পর্ষদ সদস্য রফিকুল ইসলাম রফিক। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন ঈদগাহ মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ ইউসুফ আলী, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাহাব উদ্দিন, সিনিয়র শিক্ষক মিনুননাহার বেগম সহ সংশ্লিষ্টরা।