আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



সাগরের লঘুচাপ ও বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

 

সংবাদ দাতা মোঃশাহেদুল ইসলাম

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী সাতদিনের মধ্যে দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গল (২৮ নভেম্বর) এবং বুধবারের (২৯ নভেম্বর) আবহাওয়া একই রকম থাকতে পারে। তবে পরবর্তী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে।