আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



০৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডপ্রাপ্ত আসামী নুরুল আবছার প্রকাশ বাবুল কক্সবাজার সদর থানাধীন বড় বাজার এলাকা হতে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

সংবাদ দাতা মোঃ শাহেদুলইসলাম

০৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডপ্রাপ্ত আসামী নুরুল আবছার প্রকাশ বাবুল কক্সবাজার সদর থানাধীন বড় বাজার এলাকা হতে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

১। র‌্যাব-১৫, দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে বিজ্ঞ আদালত কর্তৃক বিভিন্ন দণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

২। এরই ধারাবাহিকতায় প্রসেস নং ৭০৫/২২, তাং ২৮/০৩/২৩, সিআর-১৭৮/৯৯ (কক্সবাজার) মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নুরুল আবছার প্রকাশ বাবুল’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, ওয়ারেন্টভুক্ত উক্ত পলাতক আসামী কক্সবাজার জেলার সদর থানাধীন বড় বাজার এলাকায় আত্মগোপনে আছে । নির্ভরযোগ্য তথ্যের প্রেক্ষিতে অদ্য ২৪ নভেম্বর ২০২৩ তারিখ অনুমান ০৩.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাবের আভিযানিক দল আসামী নুরুল আবছার প্রকাশ বাবুল (৫২), পিতা-মৃত গোলসেদ আহাং, সাং-পেশকারপাড়া (নুর পাড়া) ৩নং ব্লক, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল আবছার প্রকাশ বাবুল নিজেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে এবং গ্রেফতার এড়াতে শহরের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

৩। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ০৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ধন্যবাদ।