আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



বাসায় গিয়ে টিকাদানের অভিযোগে চসিক স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

দ্য ডেইলি স্টার:

করোনা টিকার অপব্যবহার এবং ‘টাকার বিনিময়ে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার’ অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত মোস্তফা হাকিম ম্যাটার্নিটির স্বাস্থ্যকর্মী বিশু দে’কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনা তদন্তে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার চসিক উপসচিব আশেক রসুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘরে বসে টিকা নেওয়ার অভিযোগে গতকাল সোমবার চট্টগ্রামের জাকির হোসেন রোড থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তারের পর চসিক আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ঘটনায় খুলশী থানায় একটি মামলাও করা হয়েছে।

শনিবার নিজ ঘরে বসে টিকা নেওয়ার ছবি ও সহযোগিতাকারীকে ধন্যবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দেন চট্টগ্রামের ব্যবসায়ী মো. হাসান। পোস্টটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর হাসানকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে জানান, হাসানের সঙ্গে সাজ্জাদ নামে তার এক বন্ধুও বাসায় বসে টিকা নিয়েছেন। মোবারক নামে এক ব্যক্তি তাদের সহায়তা করেছেন।

এ ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে মোবারককে আটক করা হয়।