নিজস্ব প্রতিবেদক ঃ কক্সবাজারে ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মরহুম এ কে এম মোজাম্মেল হক ফাউন্ডেশন ( হকশণ পরিবার ) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিশেষ গণ ভোজের আয়োজন করে দিনব্যাপি অসহায়, দরিদ্র ও দুস্থ, এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে । এতে হক শণ পরিবারের মাসেদুল হক রাশেদ, জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাইচারুল হক, জুয়েল শহিদুল হক সোহেল, তাহমিনা নুসরাত জাহান লুনা হক শণ পরিবারের সকল সদস্যসহ ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc