আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



জেভিসির প্রধান উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজার সাথে ক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাব (জেভিসি) এর সম্মানিত প্রধান উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর স্পেশাল পিপি ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা’র সাথে ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০ ঘটিকায় কক্সবাজার কোর্ট বিল্ডিং সংলগ্ন প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম রিদওয়ানুল করিম এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের
সহ-সভাপতি দিল মোঃ শাহা আলম , সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়া , মোঃ কাউছার হামিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক সরওয়ার আলম সাকিব, নির্বাহী সদস্য জাহেদুল ইসলামসহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান উপদেষ্ঠাকে সংগঠনের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র প্রদান পূর্বক ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ক্লাবের পক্ষ থেকে সভাপতি একেএম রিদওয়ানুল করিম ও সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেল ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন জন বান্ধব ও সমাজসেবামূলক গুরুত্বপূর্ণ কর্মসূচীর কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা এসব জনবান্ধন কর্মসূচী ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে সন্তুুষ্টি প্রকাশ করেন এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানসহ আর্থিক সহযোগিতা দিয়ে ক্লাবের পাশে থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার হামিদ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয় এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।