আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



কক্সবাজার সদরের ইউএনও ও এসিল্যান্ডের সাথে জেভিসি নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান


প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সরকারের নিবন্ধিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ উপলক্ষে নেতৃবৃন্দ কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডের সাথে সৌজন্যে সাক্ষাৎ পরবর্তী ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেছেন। ৭ জুলাই ২০২৩ তারিখ সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে সদরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া ও দুপুর ২ ঘটিকায় এসিল্যান্ড মোঃ জিল্লুর রহমান উপজেলা ভূমি অফিসে সম্মাননা স্বারক গ্রহণ করেছেন। এ সময় ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ.কে. এম রিদওয়ানুল করিমের নেতৃত্বে সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদা সোহেল , যুগ্ম সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়া, আহম্মদ কবির সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক সরওয়ার আলম সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।