গত বুধবার (২৭ জুলাই) কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজি পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় বই ও স্কুলের জামা পুড়ে যায়। এতে, তাঁর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে এমন খবর পাইয়ে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
শুক্রবার (২৯ জুলাই) বিকালেবই ও স্কুলের জামা কিনে শিক্ষার্থী মোঃ ওজায়ের হাতে তোলে দেন এবং ভবিষ্যতেও এই শিক্ষার্থীর পাশে থাকবে বলে জানান তিনি।
এদিকে, শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থী মোঃ ওজায়ের মুসকি হেঁসে বলেন আমি আবারও স্কুলে যাব।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc