নিজস্ব প্রতিবেদক ঃ
কক্সবাজারে আজ সরকারি যাকাত ফান্ডের চার লাখ পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ১৬ জন উপকারভোগীর মাঝে যাকাত ফান্ডের এসব চেক বিতরণ করা হয়। অন্যান্য উপজেলার চেক সংশ্লিষ্ট প্রশাসনকে হস্তান্তর হয়েছে।
জেলা যাকাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্ব ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সহায়তায় জেলা প্রশাসন এ কার্যক্রম বাস্তবায়ন করেছে।
জেলা প্রশাসক বলেন, বিত্তবানরা সম্পদের যথাযথভাবে যাকাত প্রদান করলে সমাজে দারিদ্র বিমোচন করা সম্ভব।
এতে বক্তারা কোরআন ও হাদিসের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব এবং দারিদ্র্য বিমোচনে যাকাত একমাত্র হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলার উপ-পরিচালক ফাহমিদা বেগমের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc