সন্ত্রাসী হামলায় নিহত আব্দুল হকের জানাজায় শোকাহত মানুষের ঢল, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
রিদওয়ান ঃ জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক রুহুল কাদের মানিকের শ্বশুর হাজি আব্দুল হকের নামাজে জানাজা ঝিলংজা দরগা পাড়া স্ট্যাশানে সকাল ৯ঃ৩০ মিনিটে প্রখ্যাত আলেমেদ্বীন ওসমান হুজুরের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় শোকাহত মানুষের ঢল নেমেছিল। এসময়
উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব টিপু সোলতান, ৬নং ওয়ার্ডের সাবক মেম্বার আমিন উল্লা বর্তমান মেম্বার নাছির উদ্দিন। স্থানীয় মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সহ স্থানীয় সমাজ সেবক ও সমাজপতিরা।
জানাজায় উপস্থিত জনতার উদ্দেশ্য স্থানীয় চেয়ারম্যান জনাব টিপু সোলতান বলেন, ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক এবং পরিকল্পিত। এটি আমার এলাকা ও ককসবাজারের জন্য লজ্জাজনক। এধরণের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য সবার সজাগ থাকতে হবে এবং প্রশাসন কে উদ্দেশ্য করে বলছি খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc