আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



বস্তুগত উন্নয়নের মধ্যদিয়ে কল্যাণ রাষ্ট্র নির্মান করতে হবে- তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যে উন্নয়ন মানুষকে আত্মকেন্দ্রিক করে, সে উন্নয়ন নয়, যে উন্নয়ন বস্তুগত, সে উন্নয়নের মধ্যদিয়ে মানবিক মূল্যবোধের কল্যানকামী রাষ্ট্র নির্মান করেই উন্নত বাংলা নির্মান করতে হবে। যা তরুনরাই পারবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাতে কক্সবাজারে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানের উদ্যোগে আয়োজিত এক তরুণ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

ইনানীর রয়েল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্টে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিটসহ অন্যানরা বক্তব্য রাখেন।

পরে ১০ টি ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্যে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমসহ ১০ তরুনকে সম্মাননা প্রদান করা হয়। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।