আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় ফুফুর বেগুন ক্ষেত কেটে দিল ভাতিজারা

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় পিতার ওয়ারিশিসূত্রে প্রাপ্ত জমিতে বেগুন ক্ষেত করেন বোন। তা সহ্য করতে না পেরে বোনের প্রাপ্য জমির অংশ না দেওয়ার লক্ষ্যে বোনের ফলনকৃত বেগুন ক্ষেত কেটে দিয়েছে আপন ভাতিজারা। উপজেলার কাকারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা গ্রামের আশরাফ আলী হুজুরের মাদরাসার পশ্চিম পাশে এলাকায় ৬ডিসেম্বর সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাগেছে, দক্ষিণ কাকারা গ্রামের মৃত আলী মিয়ার কন্যা ও নুরুল আলমের স্ত্রী ছালেহা বেগম তার আনোয়ারা বেগমের ওয়ারিশি সূত্রে প্রাপ্ত খতিয়ানভুক্ত মাত্র ১৮ কড়া জমিতে বেগুন চাষ করেন। জমিতে বর্তমানে বেগুন বাজারজাত উপযুগী হয়েছে। কিন্তু তার আপন সহোদর সাহাব উদ্দিনের ছেলেরা ভূয়া একটি আনরেজিস্ট্রাট স্ট্যাম্প দেখিয়ে চাষাবাদী জমিগুলো জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে।সর্বশেষ ৬ডিসেম্বর সকাল ১১টার দিকে ভাতিজা বজল করিম, শফিক ও ফরিদের নেতৃত্বে ফলনকৃত উক্ত বেগুন ক্ষেত কেটে নষ্ট করে দেয়। এতে অন্তত ৩০ হাজার টাকার অধিক ক্ষতি সাধন হয়েছে বলে জানান। এনিয়ে জমি মালিক ছালেহা বেগমের স্বামী ও পুত্ররা মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান। ভুক্তভোগিরা স্থানীয় কাকারা ৭নং ওয়ার্ড এমইউপি নাসির উদ্দিন নাসুর কাছেও বিচার দেওয়া হয়েছে।