আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেভিসি প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষে যুব সমাজকে মাদকমুক্তকরণ, মোবাইল আসক্তি দূরীকরণ, সাইবার নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল আজ বিকাল ৩টা ৩০ মিনিটে মুহুরী পাড়াস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । ক্লাবের সভাপতি এ.কে.এম রিদওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলার উপ পরিচালক আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার উপ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ভূঈয়া। এতে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সটাক্টর মর্তুজা করিম, ক্লাবের অর্থ সম্পাদক খোরশেদুল আলম, আলোর প্রতিভা মানবিক কল্যাণ ফোরামের সভাপতি ও জেভিসির সদস্য এস এমডি মনির মিয়া।
জুভেনাইল ভয়েস ক্লাব (জেভিসি)র নার্সারী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ৫ম দিনে ক্লাবের সহযোগিতায় ও স্টুডেন্ট ফ্লাট ফরম বাংলাদেশ নামক সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে syber bullying and drug addiction এর বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন স্টুডেন্ট ফ্লাট ফরম বাংলাদেশের কো – অর্ডিনেটর মোঃ আরিফ উল্লাহ। আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।