আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক সকলের সময় সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে “চকরিয়ায় ভুয়া ডাক্তারের অপচিকিৎসা” শিরোনাম শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদের সাথে বাস্তবতার কোন মিলনাই। কিছু কুচক্রি মহল ষড়যন্ত্র মূলকভাবে আমাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয়প্রতিপন্ন করতে এসব মিথ্যাচার ও অপপ্রচার করা হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে; কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের একতা বাজার প্রকাশ (গরুর বাজার এলাকায়) মেসার্স সেবা ফার্মেসী নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে প্রতিষ্ঠানের নামে সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার থেকে অনুমতিপত্র (লাইসেন্স) রয়েছে। পাশাপাশি আমি পল্লী চিকিৎসক হিসেবে নামমাত্র খরচে এলাকার দরিদ্র রোগিদের প্রাথমিক চিকিৎসা সেবাও প্রদান করি। সংবাদে উল্লেখিত অন্যান্য বিষয় সঠিক নয়।তাই প্রকাশিত মিথ্যা সংবাদ নিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি এবং মিথ্যা সসংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

মিন্টু কুমার দে (পল্লী চিকিৎসক)
বরইতলি একতা বাজার (প্রকাশ গরুর বাজার),
বরইতলি চকরিয়া উপজেলা, কক্সবাজার।