মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী উপজেলায় কমিউনিটির সাথে পরিবেশবান্ধব ব্যবসা বিষয়ক পরামর্শ সভা করলো স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান কোডেক। ২৭ নভেম্বর(বুধবার )দুপুর ২টায় মহেশখালী উপজেলার কনফারেন্স রুমে কমিউনিটির সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রজেক্টের অধীনে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান এইড এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটির আওতায় আয়োজিত এই সভায় নিরাপদ সবজি ও ফল, কাগজের তৈরি পণ্য, পাট ও কাপড়ের তৈরি ব্যাগ, ট্রাইকো কম্পোস্ট, ভোজ্যতেল উৎপাদন, নার্সারি, বাঁশের তৈরী পণ্য ইত্যাদি পরিবেশ বান্ধব ব্যবসা নিয়ে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রথম দফায় ২৫জন ও দ্বিতীয় দফায় ২৫ জন নারী-পুরুষ উদ্যোক্তা উপস্থিত ছিল । প্রথমে তাদের সাথে প্রকল্প পরিচিতি, কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য এবং পরিবেশবান্ধব ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করা হয়। পরে তাদের ব্যবসায়িক সক্ষমতা যাচাইকরণ ফর্মের মাধ্যমে ব্যক্তিগত ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে চুড়ান্ত মূল্যায়নের জন্য উদ্যোক্তা খুঁজতে তাদের সাথে খোলামেলা আলোচনা করা হয় । সভায় বাস্তবায়নকারী সংস্থা কোডেকের পক্ষ হতে কৃষিবিদ মো: সোহেল রানা (গ্রীন বিজনেস অফিসার) ও কহিনূর আক্তার (ফিল্ড অফিসার) উপস্থিত ছিলেন ।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc