আজ, বুধবার | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ার কাকারায় দীর্ঘ ৩০বছরের চলাচল পথ বন্ধ করে দিয়ে জমি জবর দখলের অভিযোগ

কফিল উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায়
দীর্ঘ ৩০বছরের চলাচল পথ বন্ধ করে দিয়ে জমি জবর দখলে নিতে এক অসহায় পরিবারের উপর হামলা চালানো হয়েছে। গত শুক্রবার (১ নভেম্বর) রাতের আঁধারে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের উলা মিয়ার ছেলে শাওন জানান, তাদের পৈত্রিকভাবে দীর্ঘ ৩০বছর ধরে চলাচলের একমাত্র পথটি সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক জবর দখলে নেয়ার জন্য পায়তারা চালায় তার পাশ্ববর্তী পরিবারের ভূমিদস্যু চক্রের মূলহোতা আহাম্মদ কবির গং। ঘটনার দিন ১নভেম্বর রাতের আধারে অভিযুক্ত আহমদ কবির, সোহেল, সাহেদ, রাসেল, মাহাবুল, লায়লা বেগম, মর্জিনা বেগম, সারজিনা আক্তার ভাড়াটিয়া ১০/১৫জন সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাচল পথ বন্ধ করে দিয়ে পথের উপর টিনের ঘেরা ও টিনের ছাউনি দিয়ে এক কক্ষ বিশিষ্ট একটি ঘর নির্মাণ করে। তাতে বসবাসের ঘর স্বীকৃতি নেয়ার জন্য ভেতরে একটি পুরাতন খাট বিছানও ঢুকায়। আকর্ষ্মিক চলাচল পথ বন্ধের এ দৃশ্যটি দেখে তাতে বাধা দিতে গিয়ে হামলায় আহত হন মৃত ওলা মিয়ার স্ত্রী নূর নাহার বেগম। ইট-লোহার আঘাতে নূর নাহার বেগমকে মারাত্মক ভাবে জখম করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসলে তখন বাড়িতে ঢুকে তান্ডব লুটপাটও চালানো হয়। বর্তমানে পথটি খুলে দিতে হলে মোটা অংকের চাঁদা দাবী করছেন অভিযুক্তরা। দীর্ঘ ৩০বছরের চলাচল পথটি বন্ধ করে দেয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসহায় এ পরিবারটি বর্তমানে স্থানীয় বাড়ির পাশ্ববর্তী ইউনিয়ন স্বাস্থ্য কমিউনীটি সেন্টারের দেয়ালে মই দাঁড় করিয়ে দেয়াল টপকিয়ে পারাপারসহ মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়টি স্থানীয় বাসিন্দা উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সাহেবকে জানানো হয়েছে, তিনি সুষ্ঠু সমাধান আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ আহমদ কবির গং কোন কর্ণপাত করছেন না।
এ বিষয়ে জরুরী ভিত্তিতে তড়িত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা বাহিনীর প্রতি স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগি পরিবার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।