আজ, সোমবার | ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ



মহেশখালীতে বেপরোয়া টমটম গাড়ির চাপায় এক দিনমজুর গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে

কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া টমটম গাড়ির চাপায় এক দিনমজুর গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।

নিজস্ব প্রতিনিধি ঃ

দিনমজুর মোহাম্মদ রফিক’কে গুরুতর আহত অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

এদিকে দিনমজুর মোহাম্মদ রফিক উন্নত চিকিৎসা নেয়া তো দূরের কথা অর্থ সংকটের কারণে নিয়মিত চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে।

ঘটনার পর থেকে ফকিরাঘোনার মিয়াজিপাড়ার বাসিন্দা টমটম চালক এরফান আহত মোহাম্মদ রফিক’কে আর্থিক সহযোগিতা আশ্বাস দিয়ে কোন প্রকার খোঁজখবর নিচ্ছে না।

গত ১২ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় মহেশখালীর বড়ডেইল এলাকার শরীফ বাদশা চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

টমটম চাপায় আহত দিনমজুর মোহাম্মদ রফিক মহেশখালী উপজেলার বড় ডেইল এলাকার মৃত সব্বির আহমদ এর পুত্র।

এবিষয়ে ভুক্তভোগী রফিক এর পরিবার মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।