আজ, মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়া আবাসিক মহিলা কলেজে শিক্ষার্থীদের স্মার্ট হাজিরা পদ্ধতি উদ্বোধন, ঝড়েপড়া রোধসহ শিক্ষায় ঘটবে আমুল পরিবর্তন

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া আবাসিক মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য স্মার্ট হাজিরা পদ্ধতি উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন ও লাল কাপড়ের ফিতা কেটে উদ্বোধক করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্ণিং বর্ডির সভাপতি মোঃ ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) অধ্যাপক জুবাইদুল হক, বিএনপি নেতা সোয়াইবুল ইসলাম সবুজ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, স্মার্ট হাজিরা পদ্ধতি প্রকল্প পরিচালক মোঃ কুতুব উদ্দিনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ জানান, কলেজে ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার মানোন্নয়নের জন্য এই কলেজেই প্রথম স্মার্ট হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি মোঃ ফখরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধিতিতে স্মার্ট হাজিরা নেয়ার কারণে ঝড়ে পড়া রোধ হবে, শিক্ষার প্রতি মনযোগ হবে, অভিভাবকরা সচেতন হবে, পাশের হার বৃদ্ধি পাবে এবং দক্ষিণ চট্টগ্রামে নারী শিক্ষায় একটি উন্নত কলেজে রূপান্তরিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন ক্লাস হাজিরায় অন্তত ১৫-২০ মিনিট সময় সাশ্রয় হবে। তিনি কলেজের শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নতিতে পরিকল্পিত উদ্যোগ নেবেন বলে জানান।#