আজ, মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



কক্সবাজারে টুরিস্ট বান্ধব ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু


পাহাড়–সমুদ্রের মিতালী পর্যটকদের দেখাতে এবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে চালু করা হয়েছে ছাদখোলা ট্যুরিস্ট বাস। শনিবার থেকে মেরিন ড্রাইভে বাস দুটি সংযোজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

লালসবুজ রঙের ট্যুরিস্ট বাস লেখা বিআরটিসির বাস দুটিতে কক্সবাজারের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর ছবি লাগানো হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. ইয়ামিন হোসেন জানান, জেলা প্রশাসন ছাদখোলা ট্যুরিস্ট বাস দুটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে লিজ নিয়েছে।

জেলা প্রশাসন বাস দুটো পরিচালনা করবে। তিনি বলেন, কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটক নিয়ে ট্যুরিস্ট বাসটি রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা অপর ট্যুরিস্ট বাসে। ঐ বাস মেরিন ড্রাইভের টেকনাফ পর্যন্ত চলাচল করবে। পর্যটকরা বাসে করে মেরিন ড্রাইভের পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে পারবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, একটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে । নানা সুযোগ-সুবিধা সংবলিত এই ট্যুরিস্ট বাস দুটি পর্যটকদের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করবে।