আজ, মঙ্গলবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ার কোনাখালীতে মাহফিলের মিঠা নাস্তার স্টলে তরুণীদের ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় হামলা, আহত ২

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন ঘোনা পাড়া এলাকার মৃত ওমর আলী দুই ছেলে শাহাবুদ্দিন ও মিজানুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
২৫ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৯টার সময় স্থানীয় মসজিদ মাদ্রাসার বার্ষিক সভা চলাকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহাবুদ্দিন বলেন, আমাদের মসজিদ মাদ্রাসার বার্ষিক সভার আশপাশ এলাকায় বিভিন্ন প্রকারের মিঠা নাস্তা ও শিশু খেলনার দোকান স্টল বসে এবং  বেচা বিক্রি করে। সভায় আগত তরুণীদের উত্যক্ত, গালমন্দ এবং ইভটিজিং করে। তাতে বাঁধা দেওয়ায় ইভটিজিংকারীদের পক্ষ নিয়ে আমার উপর স্বৈরাচার আওয়ামীলীগের দোসর  কোনাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদার, মোহাম্মদ হোসেন মেম্বার ও এরশাদের নেতৃত্বে পূর্বের দা বাহিনীর সদস্যদের নিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় আহত দুইজনের মাথা ফেটে গেছে ও একজনের হাত ভেঙ্গে গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তন্মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।