কফিল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি :
দ্বীনের আলো ছড়াচ্ছে মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ নূরানী মাদ্রাসা। চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্র জনতা মার্কেট সড়কের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মনোরম পরিবেশে কোমলমতি শিশুদের পাঠদান অভিভাবক সহ সকলের নজর কেড়েছে । ২৩ জানুয়ারি সকাল সাড়ে দশ টায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। হাফেজ জামাল হোছাইনের কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব। প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া চকরিয়া আবাসিক মহিলা কলেজের সভাপতি অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী,প্রধান মেহমান মাওলানা আব্দুল মান্নান। উদ্বোধনী বক্তব্য রাখেন হযরত মাওলানা ছরওয়ার আলম কুতুবী, বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম -সাধারণ সম্পাদক সাংবাদিক এ, কে, এম বেলাল উদ্দিন,
আনোয়ার শপিং কমপ্লেক্সরে স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফুরকান, এশিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম,
মা ও শিশু জেনারেল হাসপাতালের ডাক্তার জেনারেল ইসলাম নূর,
হাফেজ মোহাম্মদ আলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুল আলম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংবাদিক এ,কে,এম বেলাল উদ্দীন বলেন, কোরআন শিক্ষায় বিপ্লবের ইতিহাস নূরানী পদ্ধতি। শহরে -বন্দরে, গ্রামে- গঞ্জে, বাংলাদেশের সর্বত্র চালু রয়েছে শুদ্ধ কোরআন শিকার এক অভিনব পদ্ধতি। তার নাম নূরানী পদ্ধতি। নূরানী পদ্ধতি শিক্ষা বাংলাদেশের শিক্ষা জাগরণের এক পাঠ। এক সময়ে ইসলামের প্রাথমিক জ্ঞানার্জনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা পাক-ভারত উপমহাদেশে প্রচলিত ছিল মক্তব কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা।
ষাটের দশকে নূরানী শিক্ষা পদ্ধতি নিয়ে গবেষণা শুরু হয়। হযরত হাফেজী রহ. প্রতিষ্ঠিত কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠানিক ভাবে সর্বপ্রথম নূরানী শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন হয়। পরবর্তীতে তাদেরই সহযোগিতায় একজন দানবীর কল্যাণ ১৯৮১ সালে ঢাকার মোহাম্মদপুর নিজস্ব জায়গায়’ নূরানী তা,লিমুল কোরআন বোর্ড ‘নামে প্রতিষ্ঠিত হয় নূরানী শিক্ষা- পদ্ধতি, প্রতিষ্ঠিানিক কার্যক্রম।
প্রধান অতিথি অধ্যাপক ফখরুদ্দিন বলেন, ৫ আগষ্টের পর শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দ্বীনের এ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ছিল।এখন আর কোন সমস্যা নেই।এ প্রতিষ্টান দ্বীনের আলো ছড়াচ্ছে। আলোকিত হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc