মহেশখালীর ইকোনমিক জোন হবে
দেশের অর্থনীতির মূল টার্নিং পয়েন্ট-প্রধান উপদেষ্টার মুখ্য সচিব
এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
কক্সবাজারের ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর ধলঘাটায় নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চল -৩ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার মূখ্য সচিব সিরাজ উদ্দীন মিয়া বলেন, ভবিষ্যতে এই নতুন শহর ও বন্দর হবে দেশের অর্থনীতির মূল টার্নিং পয়েন্ট।
দীর্ঘদিন অবহেলিত মহেশখালী দ্বীপের ধলঘাটার অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করার পূর্বে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অপরিহার্যতার উপর গুরুত্বারোপ করেন মূখ্য সচিব।
তিনি আজ ২৪ জানুয়ারী শুক্রবার মহেশখালীর ধলঘাটায় নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে এসে বলেন, বঙ্গোপসাগরের সন্নিকটে এই অর্থনৈতিক অঞ্চল চালু হলে এ এলাকার চিত্র পাল্টে যাবে।পার্শ্বে গভীর সমুদ্র বন্দর,এলএনজি টার্মিনাল ও তাপ ভিত্তিক কয়লা বিদ্যুৎ প্রকল্প সব মিলিয়ে এটি বিশেষ করে ধলঘাটা মাতারবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা ব্যস্ততম নগরীতে পরিনত হবে।তিনি আরো বলেন,এসব প্রকল্পে লক্ষাধিক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে।প্রসার ঘটবে ব্যবসা বানিজ্যের। সবচেয়ে বড় কথা হচ্ছে সর্বক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার থাকবে।
তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
এসপিএল পেট্রোল কেমিক্যাল কমপ্লেক্স, সামুদা কেমিক্যাল কমপ্লেক্স ও সিয়াম গ্যাস লি: কমপ্লেক্স এর কাজ শীর্ঘ্রই শুরু হবে। এসব কাজ শুরু করার আগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুৎতায়ন ও পানির ব্যবস্থা দ্রুত সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মহেশখালী উপজেলা (ভূমি) সহকারী কমিশনার দিপক ত্রিপুরা, মহেশখালী থানার ওসি কাইছার হামিদ, বেজা পক্ষে টিকে গ্রুপের উক্ত প্রজেক্টের কর্মকর্তা জিকু বিশ্বাস, মাতারবাড়ী ইউনিয়ন সহকারী( ভূমি) কর্মকর্তা চন্দন কুমার ও ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতহার ইকবাল দাদুল, মেম্বার হামিদ সহ এলাকার বিভিন্ন পেশাজীবি লোকজন।
প্রধান উপদেষ্টার মূখ্য সচিব ইকোনমিক জোন পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি সার্বিক কর্মকাণ্ড সমপন্ন করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc