আজ, মঙ্গলবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচোর খ্যাত একাধিক মামলার আসামী নবী হোছাইন ও বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচোর খ্যাত, অস্ত্র, ডাকাতিসহ অসংখ্য মামলার আসামী নবী হোছাইন ও তার বাহিনীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সর্বস্তরের জনসাধারণ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ।
বুধবার (২২জানুয়ারী) বিকাল ৩টার দিকে চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে নবী হোছাইন ও তার নিজস্ব ক্যাডার বাহিনীর হাত থেকে এলাকার সাধারণ মানুষের সম্পদ ও জানমান রক্ষা পেতে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে নানা দাবীও তুলে ধরেন স্থানীয় এলাকাবাসী।
আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত বিভিন্ন লোকজন জানায়, গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নবী হোছাইন ও তার ক্যাডার বাহিনী নিয়ে রাজপথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে প্রদর্শন করেন। দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর সিন্ডিকেটের প্রধান হিসেবে খ্যাত। বিভিন্ন অপরাধ সংঘটিত ঘটনায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ইয়াবা, অবৈধ অস্ত্র ব্যবসা, ডাকাতি, ভুমিদস্যুতা, সন্ত্রাস ও চাঁদাবাজ চক্রের হোতা নবী হোছাইন প্রকাশ নইব্যা চোরা। নবী ও তার নিজস্ব স্বশস্ত্র ক্যাডার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী ও সাধারণ জনগণ।
নবী হোছাইন ও তার ক্যাডার বাহিনীর হাতে নির্যাতনের শিকার স্থানীয় কোরালখালী এলাকার কামাল উদ্দিন, মোকাদ্দেস, বাবু, আবদু জলিলসহ অসংখ্য ভোক্তভোগী মানববন্ধনে বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি জাফর আলমের ছত্রছায়ায় থেকে নানা ধরণের অপরাধ কর্মকান্ড চালিয়ে গেছেন সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর খ্যাত নব্যা চোরা। গরুচোরের তার বিশাল একটা সিন্ডিকেট বাহিনী রয়েছে। চিংড়ি জোনেও অনুরূপ ভাবে তার স্বশস্ত্র সন্ত্রাসী ক্যাডার বাহিনী রয়েছে। তাদের দিয়ে নবী হোছাইন নানা ধরণের অপরাধ সংঘটিত কাজ করে যাচ্ছে। বিশেষ করে গরুচুরির অত্যচারে তার বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠে পুরো দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ।উপকূলীয় চিংড়ি জোন এলাকায় তার বাহিনীর সদস্যরা জুঁ এলেই চাঁদা না দিলে ত্রাস চালিয়ে যায়। এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ তার অপরাধ কর্মকান্ড থেকে পরিত্রাণ পেতে চায়। বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময়েও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান করা হয়েছিল। তাই অবিলম্বে গরুচোর সিন্ডিকেট প্রধান নবী হোছাইন ও তার বাহিনীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুরুল কাদের ভুঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন, নবী হোছাইসহ তার সহয়োগীদের গ্রেপ্তার করার জন্য গত ১৭ জানুয়ারী পুলিশের টিম নিয়ে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নবীসহ তার সহযোগীরা পুলিশ ও স্থানীয়দের ওপরে লক্ষ্যকরে গুলি ছুঁড়েন। এসময় স্থানীয় দুইজন গুলিবিদ্ধ হয়।

তিনি আরো বলেন, নব্যাচোরা ও তার সহযোগিদের গ্রেপ্তার করতে পারলে এলাকার গরুচুরি ডাকাতি ও ছিনতাই অনেকটা বন্ধ হয়ে যাবে।