আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় হালকাকারা জামে মসজিদের কমিটি বহাল থাকলেও নতুন কমিটি ঘোষণায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
কক্সবাজারের চকরিয়া পৌরসভার হালকাকারা জামে মসজিদের বর্তমান কমিটি বহাল থাকার পরও নতুন কমিটি ঘোষনা নিয়ে এলাকায় সাধারণ মুসল্লী ও স্থানীয় জনগণের মাঝে চলছে উত্তেজনা।

জানা গেছে, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড হালাকাকারা জামে মসজিদের তিন বছর মেয়াদী বর্তমান কমিটি বহাল রয়েছে। কিন্তু শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ করে স্থানীয় আল ইয়ামিন মাদ্রাসায় বসে একটি কমিটি ঘোষণা করা হয়। মসজিদের এধরণের কমিটি ঘোষণা নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

এলাকাবাসীরা জানান, মসজিদের বর্তমান কমিটি বহাল থাকলেও নুতন করে আরো একটি কমিটি কিভাবে ঘোষণা করা যায়। এছাড়া বর্তমান কমিটির সভাপতি এনামুল হক ছুট্টুকে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এনামুল হক ছুট্টু মসজিদের কোটি টাকার অর্থ আত্বসাত করেছেন। মসজিদের টাকায় তার নিজের ব্যক্তিগত মামলা পরিচালনা ও নিজের চিকিৎসার ব্যয়ও বহন করছেন।
তারা আরো বলেন, সুবিধাভোগী ছুট্ট ছাড়া বর্তমান কমিটির কাউকে তাদের মনগড়া কমিটিতে রাখেনি।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বলেন, আমি ব্যক্তিগত কাজে এলাকার বাইরে থাকায় এলাকার কিছু কুচক্রীমহল বিধি লঙ্গন করে একটি ভুয়া কমিটি ঘোষনা করে। বর্তমান কমিটির আমলে মসজিদের সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। মসজিদ সম্প্রসারণ ও পুণঃনির্মান কাজ এখনো চলমান রয়েছে। এই উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে একটি মহল সুবিধাভোগী ছুট্ট ছাড়া কমিটির সদস্যদের না জানিয়ে মাদারসায় বসে তাদের ইচ্ছামত কমিটি ঘোষনা করে। এধরণের কমিটি এলাকাবাসী ও সাধারণ মুসল্লীর কাছে কোন ভিত্তি নেই।

এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সভাপতি এনামুল হক ছুট্টুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।