চকরিয়া প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চকরিয়া শাখার ঋন খেলাপী গ্রাহক মেসাস এস. কে. এন্টার প্রাইজ এর স্বত্ত্বাধিকারী শাকেরা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।তিনি চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার আহমদ কবিরের স্ত্রী।
জানাগেছে, ইসলামী বাংক চকরিয়া শাখায় ঋণ খেলাপীর দায়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি, আর মামলা নং- ৯৮/২০২৪ ইং তার বিরুদ্ধে ফৌজদারী অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। উক্ত মামলায় শাকেরা বেগমকে চকরিয়া থানা পুলিশের একটি চৌকশ টীম ২৫নভেম্বর সন্ধ্যায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc