আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



অবশেষে আলোর মুখ দেখছে চকরিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়, পাঠদানে সংস্কার কাজের উদ্বোধন

কফিল উদ্দিন, চকরিয়া:
২০০০ সালে প্রতিষ্টিত চকরিয়া পৌর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় ছিল। সেই হারিয়ে যাওয়া স্কুলে নতুন করে আশার আলো জাগাতে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। আগামী ১ ডিসেম্বর থেকে অত্র বিদ্যালয়ে প্রাথমিকভাবে নার্সারী থেকে ২য় শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে এবং ১ জানুয়ারী থেকে নতুন করে পাঠদান কার্যক্রম শুরু হবে।
শুক্রবার পবিত্র জুমার নামাজের পর এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশিষ্ট ব্যাংকার আরিফুল হুদা সুজনের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে কুরআন তেলোয়াত করেন স্টেশন পাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ সাইফুল আলম। অতিথি উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবি এলাকার কৃতি সন্তান এডভোকেট মোঃ ইউনুছ, বিশিষ্ট ব্যবসায়ী ও স্টেশন পাড়া মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারী আজিজুল হক লিটন, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম, ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার কর্মকর্তা রিদুয়ান মুহাম্মদ বায়েজিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নবীর হোছাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও উদীয়মান যুবনেতা শওকত হোসেন পারুল, পহরচাঁদা ফাজিল মাদ্রাসার গণিত প্রভাষক আব্দুল্লাহ আল নোমান।

উপস্থিতির মধ্যে ছিলেন স্টেশন পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মোহাম্মদ সাইফুল আলম, বাঁশ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আব্বাস আহমদ, সোশ্যাল ইসলামী ব্যাংক লামা শাখার কর্মকর্তা আরিফুল হুদা সুজন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আক্কাস, অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও কক্সবাজার সরকারী পলিটেকনিকের প্রভাষক আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল হোসেন রণি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোবারক হোসেন জিহান।
এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন, আল ইয়ামিন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাদেক, ওয়াহিদুল ইসলাম নিশাদ, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ নবী, জনাব আব্দুস সোবহানসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত চকরিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহঃনার্সারী থেকে ২য় শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করা, নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম, সু-দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক/শিক্ষিকা দ্বারা পাঠদান, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, পড়ালেখায় দুর্বল শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্পেশাল ক্লাসের ব্যবস্থা, আধুনিক শিক্ষার পাশাপাশি নুরানী সিলেবাসের আলোকে প্রত্যেক শ্রেণির জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আয়োজনকারীরা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান, স্কুলের যে কোন প্রয়োজনে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
যোগাযোগ:01824-43305, ঠিকানা: ষ্টেশন পাড়া, মাতামুহুরী ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে, ৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, চকরিয়া, কক্সবাজার।