আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিজের অঙ্গিকার তুলে ধরেছেন এ এম এম নাসির উদ্দীন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি
নবগঠিত নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্ব পেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিজের অঙ্গিকার তুলে ধরেছেন এ এম এম নাসির উদ্দীন। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ অঙ্গিকারের কথা তুলে ধরেন।

নব নিযুক্ত সিইসি বলেন, ‘এটা অত্যন্ত গুরু দায়িত্ব। এমন অবস্থায় দায়িত্ব এসেছে প্রত্যাশাও অনেক বেশি থাকবে। বিশেষ করে নির্বাচন নিয়ে। আমি সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করব, এটাই অঙ্গিকার।’

আগামী সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আমি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচনে বিশ্বাসী। এটাই আমার মিশন। এটাই আমার ভিশন। এটাই আমার দায়িত্ব এবং এটাই আমার কমিটমেন্ট টু দ্যা নেশন।’

নতুন ইসি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আশা বিএনপির নতুন ইসি ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে আশা বিএনপির
সামনে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা জানতে চাইলে এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘চ্যালেঞ্জ থাকবেই। আমি আগে সচিব হিসেবে স্বাস্থ্য, জ্বালানি ও তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি। সেখানেও তো চ্যালেঞ্জ ছিলোই। ভবিষ্যতে আরও আসবে। এটা মোকাবেলা করেই দায়িত্ব পালন করতে হবে।’

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকারের পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের ৫ সদস্য।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য গত ৩১ অক্টোবর একটি ৬ সদস্যের অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর প্রধান করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। এই কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কমিশনের জন্য নাম সুপারিশ করার আহ্বান জানায়। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে নামও পাঠায়।

নির্বাচন কমিশন গঠন, সিইসি এ এম এম নাসির উদ্দীন নির্বাচন কমিশন গঠন, সিইসি এ এম এম নাসির উদ্দীন

পরে সে সব প্রস্তাব যাচাই বাছাই করে বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সিইসির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। কমিশনের অন্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।