আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



অবিভক্ত চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরী আবু মিয়া আর নেই

সালাহউদ্দিন আহমদের শোক

আবদুল মজিদ, চকরিয়া :

অবিভক্ত চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা আবু তাহের চৌধুরী আবু মিয়া ২০ নভেম্বর ২০২৪ ইং দুপুর ১.৪০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান। তার বড় মেয়ে নুসরাত জাহান চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন। আজ (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় চিরিংগা পুরাতন জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্টিত হবে।
আবু তাহের চৌধুরী আবু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ। বিবৃতিতে উল্লেখ করেন, মরহুম আবু তাহের চৌধুরী আবু মিয়া একজন কর্মীবান্ধব বিশ্বস্থ ও একনিষ্ট বিএনপি নেতা ছিলেন। তার অবদান অনস্বীকার্য উল্লেখ করে তারা বলেন চকরিয়ার বিএনপি পরিবার একজন কর্মীবান্ধব নেতাকে হারাল। বিবৃতিতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে, কক্সবাজার জেলা বিএনপি, চকরিয়া উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

উল্লেখ্যযে,বিএনপি নেতা, জনাব, আবু তাহের চৌধুরী (আবু মিয়া) বিশিষ্ট বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল কবির চৌধুরী ও চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব নুসরাত জাহানের শ্রদ্ধেয় পিতা।