আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়া আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ঃ
চকরিয়া উপজেলার এক মাত্র বেসরকারী বালিকা বিদ্যালয় চকরিয়া আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

১১ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তন কক্ষে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মনিরুল হক এর সঞ্চালনায় মৌলানা মন্জুর আলম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমডি ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি রুহুল আমিন রুবেল। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
প্রধান আলোচক ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপ আঞ্চলিক প্রকৌশলী মুহাম্মদ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, চকরিয়া দারুল আনসার ফাউন্ডেশনের সভাপতি ও বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবছার, চকরিয়া আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল জব্বার, চকরিয়া দারুল আনসার ফাউন্ডেশনের সহ সভাপতি তাজুল ইসলাম, জুভেনাইল ভয়েস ক্লাবের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি, চকরিয়া দারুল আনসার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও কক্স টিভির চেয়ারম্যান এ.কে.এম রিদওয়ানুল করিম। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান পূর্বক বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে আগত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।