৭২ দিন পর জামিনে মুক্ত পেকুয়ার চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত
শহীদুল ইসলাম হিরু
পেকুয়ার গণ মানুষের প্রিয় মজলুম জননেতা চেয়ারম্যান ইউনুছ চৌধুরী মিথ্যা মামলায় ৭২ দিনপর জেল জেল জীবন পার করে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। গত ৩০ অক্টোবর চকরিয়া আাদালত থেকে ইউনুছ চৌধুরীকে জি আর ১৩৯/২৪ নং মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তিনি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ১৩ জানুয়ারি বিকাল ৫ টায় জেল থেকে মুক্তি পান। জেল থেকে বের হওয়ার সাথে সাথে অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। তিনি নেতাকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হন।
চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, “আমি মগনামার আপামর জনগনের
দোয়া ও ভালবাসায় ৭২ দিন পর মুক্তি পেলাম, বিগত দিনে আমি জনসাধারণের পাশে ছিলাম আগামীতেও জনসাধারণের পাশে থাকব ইনশাআল্লাহ । এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। নেতাকর্মীদের ফুলেল শুভেচছা গ্রহণ করে তিনি আরো বলেন আমি আমি আপনাদের ভালবাসায় সিক্ত, আজীবন আপনাদের কথা স্মরণ রাখব।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc