আজ, মঙ্গলবার | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



ঈদগাঁওতে সাংবাদিকের উপর হামলাঃ প্রেস ক্লাবের নিন্দা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

ঈদগাঁও প্রেস ক্লাবের সহ অর্থ সম্পাদক ও দৈনিক রূপসী গ্রামের কক্সবাজার সদর প্রতিনিধি এম, সরওয়ার সিফা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। ২৪ ডিসেম্বর রাতে লম্বা কিরিচ দিয়ে তাকে মাথায় উপরে কোপানো হয়। এ সময় সে মাথায় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে যখন প্রাপ্ত হয়। স্থানীয় বাসস্ট্যান্ডের লাল ব্রিজের উত্তর পার্শ্বে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বর্তমানে ঈদগাহ মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জনৈক মিজান সাঙ্গ-পাঙ্গদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কেউ বাজারের মডার্ন হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান তার মাথায় ছয়টি সেলাই দেন। হামলাকারী মিজান লবণ শ্রমিক বলে জানা গেছে। আহত সরওয়ার ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ খোদাই বাড়ির বাসিন্দ। বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনা ঘটানো হয় বলে জানা গেছে। খবর পেয়ে আহতের সহকর্মী ও পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। সংঘটিত ঘটনায় আহত সরওয়ার আইনী আশ্রয় নেবে বলে জানায়। এদিকে বর্বরোচিত এ হামলার ঘটনায় ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী মিজানকে আইনের আওতায় আনার আহ্বান জানান।