কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় নেজাম উদ্দীন(৩০)নামে এক যুবককে একটি দেশীয় তৈরি লম্বা অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১৯ নভেম্বর সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেজাম ভিলজারপাড়া ৮নং ওয়ার্ড এলাকার আবুল খায়েরের ছেলে।
চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়,যোগদানের পরথেকে অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধায় ডুলাহাজারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে আটক করা হয়।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশের এ কর্মকর্তা আরো জানায় এই অভিযান অব্যাহত থাকবে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc