আজ, শুক্রবার | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



লক্ষ্যারচরে মতবিনিময় সভায় চেয়ারম্যান জিএম কাইছারের বিজয়ে ঐক্যবদ্ধ জনসাধারণ

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনু্ষ্টিত হবে। নির্বাচন উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান জননেতা গোলাম মোস্তফা কাইছারের সমর্থনে ৩ ও ৪নং ওয়ার্ডের জনসাধারণ ও আত্বীয় স্বজনদের নিয়ে চেয়ারম্যানের বাড়ির উঠানে ২৯অক্টোবর রাতে এক মতবিনিময় অনুষ্টিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মৌলানা মিজবাহ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবীদ আবু তালেব চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন বাপা চকরিয়া উপজেলা শাখার সভাপতি সাইদুল হক চৌধুরী। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আমির হোসাইন, মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফয়েজ উল্লাহ নুরী, আমজাদিয়া মাদরাসা জামে মসজিদের কোষাধ্যক্ষ সিরাজ উল মোস্তফা, লক্ষ্যারচর আইপি এম ক্লাবের সভাপতি আলী আহমদ, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা ক্বারী আবদুল মন্নান, জাতীয় মানবাধিকার সংস্থা কক্সবাজার জেলা শাখার মহাসচিব ফয়সাল চৌধুরী,অবঃ সার্জেন্ট মিজানুর রহমান চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, বাদশা চৌধুরী, মফিজুর রহমান মুন্সি, নাজমুল হুদা জয়নাল, মাজহারুল ইসলাম মিল্টন, লক্ষ্যারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আবছার আনোয়ার, লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইরফান চৌধুরী, ছিকলঘাট বাজার সমিতির সভাপতি রিদুয়ানুল হক সজিব, আল মোস্তফা এতিম প্রকল্পের সিঃ শিক্ষক মৌলানা জহির উদ্দিন আজিজি, বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক কামরুল হাসান, ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শ্রমিক নেতা এজাহার মিয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুবিনুল হক, মাহিম ইকবাল রিয়াদসহ বিভিন্ন মহল্লার সর্দার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ও অতিথিরা চেয়ারম্যান জিএম কাইছারের বিগত ৫বছরের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও সফলতার কথা তুলে ধরেন। তারা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস, ইভটিজিং প্রতিরোধ ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পূণরায় কাইছারকে চেয়ারম্যান নির্বাচিত করতে ঐক্যমত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা আরো বলেন, লক্ষ্যারচরের চলমান শান্তিশৃঙ্খলা অক্ষুন্ন রাখতে চেয়ারম্যান কাইছারের বিকল্প নেই। তাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাকে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার সকলের কাছে চলমান উন্নয়নের ধারাবাহিকতা ও শান্তি শৃংঙ্খলা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর সকলের কাছ থেকে মূল্যবান রায়, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। সভায় তিনি বিভিন্ন উন্নয়নের চিত্রও তুলে ধরেন।