আজ, বৃহস্পতিবার | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ



কাশিমপুর মহিলা কারাগারে ১৫ দিনের কোয়ারেন্টিনে পরীমণি

sharethis sharing button

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে এই জামিনের আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। বর্তমানে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সেখানকার নিয়মানুযায়ী কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে ১৫ দিন রাখা হবে পরীকে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে পরীকে মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে নেয়া হয়। যেখানে নতুন আসা সব বন্দিদের কোয়ারেন্টিনে রাখা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব- মহিলা কারাগার) মো. আব্দুল জলিল বলেন, ‘সাধারণ নিয়ম অনুযায়ী নতুন বন্দিদের ১৫ দিন কোয়ারেন্টিনে রাখা হয়। কোনো কোনো ক্ষেত্রে ৭ দিন পরও সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরীমনিকেও ১৫ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। নতুন নির্দেশনা পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব।’

এদিকে কোয়ারেন্টিন শেষে ডিভিশন পাবেন পরীমণি- বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনিয়র এই জেল সুপার।

  আরো সংবাদ