আজ, শনিবার | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



কক্সবাজার পর্যটন স্পট খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে শফিকুর রহমানের খোলা চিঠি

ছবি ঃ আলহাজ্ব শফিকুর রহমান।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনাকে কক্সবাজারবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী ও মানবতার মা, জননেত্রী আপনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
আপনি বলেছেন করোনা কখন শেষ হবে তার কোন নিশ্চিয়তা নেই , তাই আমাদের স্বাস্হ্যবিধি মেনে জীবন যাপন করতে হবে।
ইতিমধ্যে ১১আগস্ট থেকে, অফিস, আদালত, গণ পরিবহন, বিমান, মার্কেট, রেস্তোরাঁসহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে।
কিন্তু লক্ষ লক্ষ মানুষের একমাত্র জীবিকার কেন্দ্র পর্যটন শিল্প বন্ধ রয়েছে।
কক্সবাজারে ৩০হাজার হোটেল শ্রমিক কর্মচারীসহ ৩ লক্ষ মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত রয়েছে। তাছাড়া বীচ হকার, ক্ষুদ্র পুঁজির ব্যাবসায়ী, চাঁদের গাড়ি, বার্মিজ দোকানদার, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী, ট্যুর অপারেটরসহ অসংখ্য পেশার মানুষ।
মালিকেরা বিনিয়োগ করেছে লক্ষ কোটি টাকা। দীর্ঘদিন বন্ধ থাকায় হোটেলের এসি- ফ্রিজসহ আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
তাছাড়া আমাদের কোটি কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার সমুদ্র সৈকত কখনো বিনোদন কেন্দ্র নয়, স্বাস্থ্যকর স্থান।
কক্সবাজার সমুদ্র সৈকত মানুষের শারীরিক, মানসিক সুস্থতার নিশ্চিত করে।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট আকুল আবেদন স্বাস্হ্যবিধি মেনে কক্সবাজার পর্যটন স্পর্ট খুলে দেওয়া হোক।

প্রিয় নেত্রী আপনি নিশ্চয়ই অবগত আছেন, বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে হাজারো পরিবার জীবিকা বহন করে। দীর্ঘ প্রায় ৬মাস ধরে মহামারী করোনাভাইরাস এর কারণে কক্সবাজার পর্যটন স্পর্ট বন্ধ থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ অসহায় অবস্থায় দিনপার করছে। এমতাবস্থায় পর্যটন শিল্পকে বাঁচাতে উদ্যোগ গ্রহণ করবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।।
জয় হোক মানবতার।

বিনীত নিবেদকঃ
আলহাজ্ব শফিকুর রহমান
উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা। সাংগঠনিক সম্পাদক ফেডারেশন অব ট্যুরিজম সার্ভিসেস ওনারস অ্যাসোসিয়েসন।